ভারতের দক্ষিণী সিনেমার বহুল আলোচিত ছবি *‘কানতারা’*র দ্বিতীয় অধ্যায় ‘কানতারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ২ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই কন্নড় সিনেমাটি মাত্র তিন দিনেই আয় করেছে ১৬২ কোটি রুপি, যা ২০২৫ সালের অন্যতম সেরা ওপেনিং হিসেবে বিবেচিত হচ্ছে।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনে আয় করে ৬১.৮৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৪৬ কোটি এবং তৃতীয় দিনে আরও ৫৫ কোটি রুপি—তিন দিন মিলিয়ে মোট সংগ্রহ দাঁড়ায় ১৬২.৮৫ কোটি রুপিতে। এতে এটি বছরের সর্বোচ্চ আয়কারী কন্নড় সিনেমা হয়ে উঠেছে, পেছনে ফেলেছে ‘সু ফ্রম সো’ (৯২ কোটি রুপি), সালমান খানের ‘সিকান্দার’ (১১০ কোটি রুপি) এবং রামচরণের ‘গেম চেঞ্জার’ (১৩১ কোটি রুপি)-কে।
বিদেশেও ছবিটির সাফল্য অব্যাহত রয়েছে—মুক্তির প্রথম দুই দিনেই আন্তর্জাতিক বাজারে আয় করেছে প্রায় ২২ কোটি রুপি (২.৫ মিলিয়ন মার্কিন ডলার)। ইন্ডিয়া টুডে ছবিটির প্রশংসা করে বলেছে, “ছবির ক্লাইম্যাক্স ও গুলিগা দৃশ্যগুলো একাধিকবার দেখার মতো। ঋষভ শেঠির অভিনয় প্রকৃতির শক্তির মতোই তীব্র ও মুগ্ধকর।”
‘কানতারা: চ্যাপ্টার ১’ মূলত প্রথম সিনেমার প্রিকুয়েল, যেখানে কাহিনি ফিরে গেছে রহস্যময় চরিত্রের উত্পত্তির সূচনায়। দর্শকদের প্রত্যাশা ছাড়িয়ে গিয়ে ঋষভ শেঠি আবারও প্রমাণ করেছেন, আঞ্চলিক সিনেমাও হতে পারে বিশ্বমানের অভিজ্ঞতা।
Leave a Reply