প্রায় দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার জন্য বিভিন্ন দেশের প্রতিনিধি এখন মিসরে একত্র হচ্ছেন। এর মধ্যেই গাজার তথাকথিত ‘নিরাপদ অঞ্চলগুলোতে’ নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, গাজায় আটক বন্দিদের কয়েক দিনের মধ্যেই মুক্ত করা হতে পারে। কিন্তু একই সময়ে ইসরাইলি বাহিনী গাজায় তীব্র বোমাবর্ষণ চালিয়ে অন্তত ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে গত ২৪ ঘণ্টায়।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যেখান থেকে হুথি যোদ্ধারা প্রায়ই গাজায় ইসরাইলি অভিযানের প্রতিক্রিয়ায় হামলা চালায়।
অন্যদিকে শনিবার ইউরোপজুড়ে গাজা যুদ্ধবিরতির দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধ বন্ধ ও মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলায় থাকা কর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছেন।
গাজায় চলমান ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৬৭,০৭৪ জন নিহত ও ১,৬৯,৪৩০ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, আরও হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে ১,১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
সূত্র: আলজাজিরা
Leave a Reply