মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করার” আহ্বানের পরও ইসরায়েল তাদের হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার (৫ অক্টোবর) ভোর থেকে গাজায় অন্তত ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
এর আগে হামাস জানায়, তারা গাজার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের কাছে হস্তান্তর করতে এবং সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত। তবে নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি সংগঠনটি, যদিও তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে “তাৎক্ষণিক আলোচনায়” বসার আগ্রহ প্রকাশ করেছে।
হামাসের এই ঘোষণার পর এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন হামাস “স্থায়ী শান্তি” চায় এবং ইসরায়েলকে অবিলম্বে বোমা হামলা বন্ধ করতে নির্দেশ দেন। কিন্তু ইসরায়েল সেই নির্দেশ উপেক্ষা করে আরও আক্রমণ চালায়।
২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৭,০৭৪ জন নিহত এবং ১,৬৯,৪৩০ জন আহত হয়েছে। আরও হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
Leave a Reply