1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

খেলাফত মজলিসের সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থি রাজনৈতিক দল খেলাফত মজলিস তাদের ২৫৬ জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করেছে।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন,

“সারা দেশে ২৫৬ জনকে প্রাথমিক পর্যায়ে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। বাকি প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।”

সভায় উপস্থিত নেতারা জানান, খেলাফত মজলিস এবার দলীয় প্রতীক ‘দেওয়াল ঘড়ি’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলটির শীর্ষ নেতাদের ভাষায়—

“এই নির্বাচন হবে বাতিলের বিপক্ষে ইসলামের লড়াই।”

দলের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী বলেন,

“জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনমত গড়ে তুলতে হবে। ভোট ডাকাতির পথ বন্ধ করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে সবাইকে সংগঠিত হতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ। এতে সারাদেশ থেকে আগত জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন।

সভায় ড. আহমদ আবদুল কাদের গাজায় ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানান এবং ‘সুমুদ ফ্লোটিলা’র নৌবহরে ইসরাইলি হামলার প্রতিবাদ করেন।
তিনি আটক মানবাধিকার কর্মীদের মুক্তি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বিশ্ব সম্প্রদায়ের প্রতি।

খেলাফত মজলিসের ঘোষিত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকায় দেশের প্রায় সব বিভাগ ও জেলার প্রতিনিধিত্ব রয়েছে।

ঢাকা বিভাগ থেকে

ঢাকা-১ আসনে সিকদার মোবারক হোসেন, ঢাকা-৩ আসনে হাজী নূর হোসেন,
ঢাকা-৪ আসনে এইচ এম হুমায়ুন কবির আজাদ,
ঢাকা-৫ আসনে মাওলানা সেলিম হোসাইন আজাদী,
ঢাকা-৬ আসনে মাওলানা কাজী সরদার নেয়ামত উল্লাহ,
ঢাকা-৯ আসনে ফয়েজ বক্স সরকার শহীদ,
ঢাকা-১০ আসনে মাওলানা আহমদ আলী কাসেমী,
ঢাকা-১১ আসনে অধ্যাপক সিদ্দিকুর রহমান,
ঢাকা-১২ আসনে মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া,
ঢাকা-১৩ আসনে মোহাম্মদ শাহজাহান,
ঢাকা-১৪ আসনে মুফতি মিজানুর রহমান,
ঢাকা-১৫ আসনে শেখ মুহাম্মদ সুলাইমান,
ঢাকা-১৬ আসনে ডা. রিফাত হোসেন মালিক,
ঢাকা-১৭ আসনে লে. কর্নেল (অব.) ডা. এমদাদুল হক,
ঢাকা-১৮ আসনে মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার,
ঢাকা-১৯ আসনে অধ্যাপক এনামুল হক,
ঢাকা-২০ আসনে মুফতি আশরাফ আলী।

(এভাবেই অন্যান্য বিভাগ যেমন টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর ইত্যাদি জেলার প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়েছে।)

দলীয় সূত্রে জানা যায়, বাকি আসনগুলোর সম্ভাব্য প্রার্থীদের নাম খুব শিগগিরই প্রকাশ করা হবে।

খেলাফত মজলিস বিশ্বাস করে, আসন্ন নির্বাচন তাদের জন্য হবে দেশের জনগণ ও ইসলামী মূল্যবোধের পক্ষে একটি “ঐতিহাসিক রাজনৈতিক লড়াই”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss