আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নুরুল হাসান সোহান ব্যাটিংয়ে মন জয় করেছেন হেড কোচ ফিল সিমন্সকে। ব্যাটারদের পাশাপাশি দলের বোলারদের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
সিমন্স বলেন,
“যখন হাড্ডাহাড্ডি ম্যাচ জিতবেন, আত্মবিশ্বাস বাড়ে। তবে স্বাস্থ্যের জন্য এটা ভালো নয়। ক্লোজ ম্যাচ আমাদের হার্ট সহ্য করতে পারবে না। কিন্তু দল সবমিলিয়ে ভালো খেলেছে। মিডল অর্ডারের ব্যাটাররা সুযোগ পেলে দারুণ পারফরম্যান্স করছে। নুরুল সোহান আজও দারুণ ইনিংস খেলেছে। ব্যাটারদের আমরা আশা করি, সুযোগ পেলে দায়িত্ব নিয়ে দলকে জিতিয়ে আনবে। জাকেরের কিছু ম্যাচ খারাপ গেছে, তবে এটি স্বাভাবিক বিষয়। তিনি আবারও ফিরবেন।”
দলের বোলিং কম্বিনেশনেও সন্তুষ্টি প্রকাশ করেছেন হেড কোচ। তিনি বলেন, “নবি-রশিদদের অল্প রানে আটকে দিচ্ছে আমাদের বোলাররা। ধারাবাহিকভাবে আমাদের বোলাররা ভালো করছে, যেকোনো কম্বিনেশনে আমরা বোলিংয়ের ওপর ভরসা রাখতে পারি। সিরিজ জিততে আমাদের বোলারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৫ অক্টোবর মাঠে নামবে। এই সিরিজ জয় টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।
Leave a Reply