রাজনৈতিক দর্শন ও মতের ভিন্নতা থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। আরশীনগর টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যুক্ত করা তারই প্রমাণ।
তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক এজেন্ডা আলাদা হলেও বাংলাদেশ ও গণতন্ত্রের প্রশ্নে আমরা এক। প্রধান উপদেষ্টা সবাইকে ধারণ করার যে মানসিকতা দেখিয়েছেন, তা অত্যন্ত ইতিবাচক।”
আখতার হোসেন মনে করেন, এই সফর বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থানের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতের গণতান্ত্রিক রাজনীতির পথ আরও মজবুত করবে।
Leave a Reply