আমদানি-রফতানি বাণিজ্যে এইচএস কোডের জটিলতা দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের ভোগান্তির কারণ ছিল। তবে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নির্দেশনায় সেই জটিলতা অনেকটাই কমছে। এখন থেকে এইচএস কোডের প্রথম চার সংখ্যা মিললেই পণ্য খালাস করা যাবে।
আগে অনেক সময় নতুন পণ্য প্রচলিত কোডে না পড়লে খালাস আটকে দিত কাস্টমস, যার ফলে ব্যবসায়ীরা হারাতেন ক্রয়াদেশ বা দিতে হতো অতিরিক্ত অর্থ। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, কোনো পণ্য কোডে না পড়লে সেটি বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত করে সর্বোচ্চ দুই দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে।
বিকেএমইএ নির্বাহী পরিচালক ফজলে এহসান শামীম বলেন, ‘নতুন নিয়ম ব্যবসায়ীদের হয়রানি অনেক কমাবে, সময় ও অর্থ দুটোই বাঁচবে।’ বিজিএমইএ পরিচালক মজুমদার আরিফুর রহমানও জানিয়েছেন, ‘এতে কাস্টমসকে বাড়তি টাকা দিতে হবে না, যা ব্যবসায়িক স্বস্তি দেবে।’
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর মনে করেন, আন্তর্জাতিক এইচএস কোডের সঙ্গে সমন্বয় থাকলে এই নিয়ম স্থায়ী সমাধান এনে দেবে।
Leave a Reply