ফেনীতে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুর থেকে পুরাতন পশুর হাট সংলগ্ন স্লুইস গেট দিয়ে পানি প্রবেশ শুরু হয়। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কিছু অংশ ও বাজারের দোকানপাটে পানি ঢুকে গেছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের উজানের পানিতে সকাল থেকেই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিপৎসীমার ১২ সেন্টিমিটারের মধ্যে, রাত ৯টার দিকে পানি ১১.৫১ সেন্টিমিটার পর্যায়ে পৌঁছায়। যদিও পরে পানি কিছুটা কমে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বাজারে ফ্লাডওয়াল, স্লুইস গেট এবং ড্রেনেজ সঠিকভাবে নির্মাণ না হওয়ায় প্রতিবছরই একই সমস্যা দেখা দেয়। পানি আরও বৃদ্ধি পেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. ফাহাদ্দিস হোসাইন জানান, নদীর পানি কিছুটা কমলেও বাঁধ ভাঙার শঙ্কা রয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে।
ফুলগাজী ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, পানি প্রবেশের স্থানটি পরিদর্শন করা হয়েছে এবং নদীর পানি কমলে সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply