সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের ঘটনার প্রেক্ষাপটে কলম্বিয়া সমস্ত ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করেছে এবং তেলআবিবের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নির্দেশ দেন।
পেত্রো বলেন, ইসরায়েলের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য করা উচিত। চলতি সপ্তাহের শুরুতে গাজায় আটক হওয়া দুই কলম্বিয়ান নাগরিকের ঘটনার পর পেত্রো এই পদক্ষেপ নেন।
উল্লেখ্য, পেত্রো আগেও মার্কিন প্রেসিডেন্টের নীতির সমালোচনা করে ইসরায়েলের সহায়তা ও গণহত্যার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন, যা মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা বাতিলের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। এই ঘটনার পর কলম্বিয়া ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উত্তেজনা বেড়েছে।
Leave a Reply