অস্ট্রেলিয়ায় পড়াশোনার স্বপ্ন এখন আরও সহজ হলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। ভারত ও চীনকে পেছনে ফেলে বাংলাদেশকে স্টুডেন্ট ভিসায় সর্বোচ্চ অ্যাসেসমেন্ট লেভেল-১ এ উন্নীত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই পরিবর্তনের ফলে ভিসা প্রক্রিয়া হবে আগের চেয়ে দ্রুত, সহজ এবং কম খরচসাপেক্ষ। পাশাপাশি স্পন্সরশিপের জটিলতা কমবে, টিউশন ফি নিয়ন্ত্রণে থাকবে এবং উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির শর্তও তুলনামূলক শিথিল হবে।
২০১৮ সাল থেকে বাংলাদেশ ছিল লেভেল-৩ এ, যা শিক্ষার্থীদের জন্য নানা জটিলতা তৈরি করত। নতুন নিয়মে বাংলাদেশিরা এখন সরল কিছু ধাপ অনুসরণ করেই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ বা তার পর থেকে জমা দেয়া আবেদনগুলোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
Leave a Reply