গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও জাতিগত নিধনের মধ্যেও ইসরাইলে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোরের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু আগস্ট মাসেই লন্ডন থেকে তেল আবিবে পাঠানো হয়েছে এক লাখ ১০ হাজারের বেশি বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ।
উল্লেখযোগ্য বিষয় হলো, গেল মাসেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে বিপরীত চিত্র—শুধু আগস্টেই দেশটি দেড় লাখ পাউন্ডেরও বেশি মূল্যের অস্ত্র রফতানি করেছে। এর মধ্যে বুলেটের বাজারমূল্য প্রায় ২০ হাজার পাউন্ড।
চ্যানেল ফোর জানায়, এসব পণ্যকে কাস্টমস কোডে সরাসরি বুলেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক, রাইফেল ও ট্যাঙ্কের যন্ত্রাংশও গেছে অন্যান্য ক্যাটাগরিতে। শুধু ২০২৫ সালের জুন মাসেই ইসরাইলে ৪ লাখ পাউন্ডের বেশি মূল্যের গোলাবারুদ প্রবেশ করেছে, যা গত তিন বছরে এক মাসে সর্বোচ্চ।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় ইসরাইলে অস্ত্র রফতানির ২৯টি লাইসেন্স স্থগিত করেছিল। তবে বর্তমানে এখনও প্রায় ৩৫০টি লাইসেন্স সক্রিয়, যার মধ্যে ১৬০টিরও বেশি সরাসরি সামরিক লাইসেন্স।
এমন সময়ে এই প্রতিবেদন প্রকাশিত হলো, যখন এর আগের দিনই লেবার পার্টি পার্লামেন্টে একটি প্রস্তাব পাস করেছে, যেখানে জাতিসংঘের সিদ্ধান্ত উদ্ধৃত করে বলা হয়েছে—গাজায় ইসরাইল জাতিগত নিধন (Genocide) চালাচ্ছে।
Leave a Reply