ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে বাঁধা দেয়ার চেষ্টা করেছে ইসরাইলি যুদ্ধজাহাজ। আয়োজকদের অভিযোগ, বুধবার (১ অক্টোবর) সকালে ইসরাইলি জাহাজটি বহরের প্রধান জাহাজ আলমা-এর পাঁচ ফিট দূরত্বে চলে আসে এবং এর যোগাযোগ ব্যবস্থা ও ইঞ্জিন জ্যাম করে দেয়।
ফ্লোটিলায় থাকা আল জাজিরার এক সাংবাদিক জানান, এই সময় নিরাপত্তা প্রোটোকল মেনে অধিকারকর্মীরা ফোন সমুদ্রে ফেলে দেন। পরে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার হলে বহরটি আবারও গন্তব্যের পথে এগোয়।
নৌবহরে রয়েছে ৫০টির বেশি জাহাজ এবং ৫০০-এর বেশি যাত্রী, যাদের নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।
ইতালি শুরুতে বহরের নিরাপত্তা দিলেও সম্প্রতি সরে দাঁড়িয়েছে। এখন শুধুমাত্র স্পেনের যুদ্ধজাহাজ ফ্লোটিলার সুরক্ষা দিচ্ছে।
ইসরাইল শুরু থেকেই বলছে, যেকোনো মূল্যে এই নৌবহরকে গাজায় পৌঁছাতে দেবে না। এর আগে গ্রীস উপকূলে ফ্লোটিলায় ড্রোন হামলার অভিযোগও উঠেছিল ইসরাইলের বিরুদ্ধে, যদিও তারা তা অস্বীকার করে।
Leave a Reply