এশিয়া কাপ শেষে এখন নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলাদেশ দল। টাইগাররা বৃহস্পতিবার (২ অক্টোবর) থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
সাম্প্রতিক এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কাড়েন সাইফ হাসান। ব্যাট হাতে ধারাবাহিকতার পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলেন অসাধারণ। এবার আফগানদের বিপক্ষে সিরিজেও বড় ভরসা এই তরুণ ব্যাটার।
মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় সাইফ বলেন,
“আমার কাজ পারফর্ম করা, সেটাই করেছি। এখন পুরো ফোকাস আফগানিস্তান সিরিজে। গত দুই বছরে বিপিএল আর গ্লোবাল সুপার লিগে খেলার অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। সেই অভিজ্ঞতা মাঠে কাজে লাগছে।”
প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও যোগ করেন,
“আলাদা কিছু করিনি, তবে আগের ঘাটতি নিয়ে কাজ করেছি। ইনশাআল্লাহ সামনে আরও ভালো করতে পারব।”
এর আগে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরেছিল। এছাড়া দেশের বাইরে আফগানদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টিতেই হেরেছে টাইগাররা। তবে সদ্য সমাপ্ত এশিয়া কাপে আফগানদের হারিয়েছে বাংলাদেশ।
আসন্ন সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী সাইফ বলেন,
“প্রথম ম্যাচটা ভালোভাবে শুরু করতে পারলে সিরিজটা আমাদের হবে। আমরা যদি আমাদের শক্তি নিয়ে খেলি আর দুর্বলতা নিয়ে কাজ করি, তবে যেকোনো দলকে হারানো সম্ভব।”
Leave a Reply