ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত দেড়শ মানুষ। বুধবার (১ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকার জানিয়েছে, জীবিতদের উদ্ধারে তৎপরতা চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরুদ্ধারে জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সেবু প্রাদেশিক সরকার এলাকাটিকে দুর্যোগ কবলিত অঞ্চল ঘোষণা করেছে।
ভূমিকম্পে বহু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত রোগীদের অনেককে বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিভিল ডিফেন্স কর্মকর্তা র্যাফি আলেজান্দ্রো জানান, সেবু প্রদেশের বোগো শহরে একটি হাসপাতালে ব্যাপক সংখ্যক আহত রোগী ভর্তি করা হয়েছে।
ফিলিপাইন প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মন্ত্রিসভাকে ত্রাণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা সেবু শহরকে ফিলিপাইনের অন্যতম শীর্ষ পর্যটনকেন্দ্র হিসেবে ধরা হয়। প্রায় ৩৪ লাখ মানুষের এই শহরেও ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর সচল রয়েছে।
ভাইস মেয়র আলফি রেইনস জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারকর্মীদের সহায়তার জন্য খাবার, পানি ও ভারী সরঞ্জামের জরুরি প্রয়োজন রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার পর ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। যদিও সুনামির কোনো আশঙ্কা ছিল না, তবে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এরপর থেকে অন্তত ৬১১টি আফটারশক অনুভূত হয়েছে।
Leave a Reply