বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নিলেন তিনি।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই নিজেকে সরিয়ে নিলেন তামিম।
এর আগে খবর ছিল, সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১২-১৩টি ক্লাব নির্বাচনে বয়কট করতে পারে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে নাম ওঠা ১৫টি ক্লাবকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই তালিকায় তামিম সংশ্লিষ্ট ক্লাবও ছিল। এর প্রেক্ষিতেই মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিয়েছিল তার নেতৃত্বাধীন কয়েকটি ক্লাব। শেষ পর্যন্ত তামিম নিজেও প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় বিসিবিতে প্রভাব বিস্তার করে বিতর্কিতভাবে ১৮টি ক্লাব তৃতীয় বিভাগ লিগ না খেলেই ভোটার তালিকায় জায়গা করে নেয়। পরবর্তীতে ৩টি ক্লাব বাদ পড়লেও বাকি ১৫টি ক্লাব ভোটাধিকার বজায় রাখে। নির্বাচন কমিশন তাদের কাউন্সিলর হিসেবেই তালিকাভুক্ত করেছিল।
Leave a Reply