ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ গেছে ৪০ জনের বেশি মানুষের। আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত স্থল অভিযান আরও তীব্র করছে ইসরায়েলি সেনারা।
গাজার সবচেয়ে বড় শহরটিতে এই অভিযান চালানোয় লক্ষাধিক ফিলিস্তিনি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন। খাদ্যাভাব, অবরোধ আর চারদিক থেকে হামলার মধ্যে আটকে পড়েছেন তারা।
এদিকে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তাদের সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর এক বছর পূর্তি স্মরণ করছে। নাসরাল্লাহ ইসরায়েলের একটি ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৬৫ হাজার ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মরদেহ আটকে থাকার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, গত বছরের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে নিহত হয়েছিল ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
Leave a Reply