1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

পিরোজপুরে শারদীয় উপহার বিতরণ, ৪০০ পরিবারে আনন্দের জোয়ার

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ Time View

দূর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের ৪০০ পরিবারকে শারদীয় উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ আয়োজন হয়।

উপহার হিসেবে পুরোহিত, নরসুন্দর, রজকদাস, কামার, কুমার ও হরিজন সম্প্রদায়ের মাঝে লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার এবং সঞ্চালনা করেন হরিদাস শিপন। প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে ব্রাহ্মণ সমাজের সভাপতি বিকাশ মুখার্জি বলেন,
“গত ৫৩ বছরে মঠবাড়িয়ার ইতিহাসে এমন কোনো নেতা আমাদের একত্রিত করে সম্মানিত করেননি।”

বিএনপি নেতা এ আর মামুন খান বলেন,
“তারেক রহমানের নির্দেশে আমরা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা এ উদ্যোগে আনন্দ প্রকাশ করেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss