এশিয়া কাপের সুপার ফোরের বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই বাজিমাত করল টাইগার বোলাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেই ম্যাচে দারুণ সূচনা করল বাংলাদেশ।
ইনিংসের প্রথম ওভারেই ঝলক দেখান পেসার তাসকিন আহমেদ। বাউন্ডারি হজম করার পরই পরের বল সাজঘরে ফেরান ওপেনার সাহিবজাদা ফারহানকে। এরপর দ্বিতীয় ওভারে আক্রমণে এসে নিজের প্রথম বলেই সাফল্য পান অফস্পিনার শেখ মেহেদী হাসান। ফেরান আরেক ওপেনার সাইম আইয়ুবকে।
টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৯ রান, ২ উইকেট হারিয়ে। উইকেটে আছেন ফখর জামান ও অধিনায়ক সালমান আলী।
Leave a Reply