এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে লিটন দাসকে ছাড়াই আগের ম্যাচের মতোই অধিনায়কত্ব করছেন জাকের আলী। একাদশে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। অলিখিত সেমিফাইনাল হিসেবে বিবেচিত এই ম্যাচে জয়ী দল উঠবে এশিয়া কাপের ফাইনালে, যেখানে প্রতিপক্ষ হবে ভারত।
বাংলাদেশ একাদশ
জাকের আলী (অধিনায়ক/উইকেটরক্ষক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
সালমান আগা (অধিনায়ক), সাহেবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
উল্লেখ্য, সুপার ফোরে দুটি করে ম্যাচ খেলে সমান একটি করে জয় পেয়েছে দুই দলই। ইতোমধ্যেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। তাই আজকের ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিতে চাইবে উভয় দল।
Leave a Reply