1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

ট্রাইব্যুনালে শোনা গেল শেখ হাসিনার সঙ্গে তাপসের কথোপকথন, প্রসিকিউশন দাবি করলো মানবতাবিরোধী নির্দেশনা

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রসিকিউশন পক্ষের বিশেষ তদন্তকারী তানভীর হাসান জোহা আদালতে প্লে করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সাবেক ঢাকা দক্ষিণ মেয়র ফজলে নূর তাপসের মধ্যকার কলরেকর্ডের একটি অংশ। প্রসিকিউশনের দাবি: ওই রেকর্ডে আন্দোলন দমন নীতিতে “লেথাল ওয়েপন” (মারণাস্ত্র) ব্যবহার, গ্রেফতার ও রাতের অভিযানসহ কয়েকটি কঠোর নির্দেশনার কথোপকথন পাওয়া গেছে।

ট্রাইব্যুনালে প্লে করা কথোপকথনে শোনা যায়, শেখ হাসিনার বলেন , “আমি বলছি যা যা পোড়াতে… ও আমাদের সেতু ভবন পোড়াইছে” এবং “ওপার থেকে… লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে” লাইনগুলো। প্রসিকিউশন জানিয়েছে, এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) থেকে জব্দ করা ৬৯টি কল রেকর্ড ও তিনটি নম্বরের সিডিআর থেকে চারটি ক্লিপ আজ আদালতে প্লে করা হয়েছে।

প্রসিকিউটররা বলছেন, এগুলো জুলাই-আগস্টের ছাত্র-জনতা আন্দোলন দমন সংক্রান্ত মামলার প্রমাণের অংশ; তাদের দাবি—রেকর্ডগুলো আন্দোলন দমনে অবলপ্রয়োগ ও গুরুতর মানবতাবিরোধী কর্মকাণ্ডের নির্দেশের প্রতিফলন। প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানিতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী জানিয়েছেন, প্লে করা কলরেকর্ডগুলোতে কালপর্বের অভিযান, গ্রেফতার, ড্রোন ও হেলিকপ্টারের ব্যবহার, সঙ্গে “গেদারিং ক্লিয়ার” করার নির্দেশের উল্লেখ রয়েছে। তিনি আদালতকে জানান যে, মোট ৬৯টি কলরেকর্ডের মধ্যে আজ মাত্র চারটি শুনানো হলো; বাকি রেকর্ডগুলো আগামীতে উপস্থাপন করা হতে পারে। প্রসিকিউশন মন্তব্য করেছে যে এসব অডিও ও সিডিআর তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অন্যদিকে, মামলার বিবরণ অনুযায়ী — শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আদেশ দেয়ার পরে এ মামলা চলমান। আল মামুন পরে রাজসাক্ষীর (approver) স্বীকৃতি পেয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিচারের প্রক্রিয়া চলছে এবং আদালত বিচারের মাধ্যমে প্রমাণ যাচাই করবেন।

এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো যাচাই-বাছাই ও প্রমাণ গ্রহণের অধীন — ট্রাইব্যুনালেই নির্ধারিত হবে কী পরিমাণ শোনানো রেকর্ডকে প্রমাণ হিসেবে বিবেচনা করা হবে এবং এগুলো থেকে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তখনই নির্ধারিত হবে যে উক্ত কথোপকথনগুলো থেকে আইনি পারিপার্শ্বিকতায় কতোটা গুরুতর অভিযোগ প্রমাণিত হচ্ছে।

অ্যাকশন-অ্যাপশন: প্রসিকিউশন আজকের পদক্ষেপকে ট্রাইব্যুনালের সাজানো প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে; প্রতিপক্ষ (আক্কালীন প্রতিনিধির মাধ্যমে) তাদের পাল্টা যুক্তি দেবে এবং আদালত নথিপত্র, সাক্ষ্য ও জবানবন্দি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss