গাজা যুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়ার জেরে উপস্থাপক অ্যান্টোয়েনেট লাতুফকে অন্যায্যভাবে বরখাস্ত করেছিল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছে আদালত।
২০২৩ সালের ডিসেম্বরে এবিসি রেডিও সিডনির মর্নিংস শোতে এক সপ্তাহের জন্য ফিল-ইন হোস্ট হিসেবে যোগ দিয়েছিলেন লাতুফ। কিন্তু মাত্র তিনটি শিফট করার পরই তাকে সম্প্রচার থেকে সরিয়ে দেয়া হয়। বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছিল, তিনি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ নিয়ে পোস্ট দিয়ে সম্প্রচারকের সম্পাদকীয় নীতি ভঙ্গ করেছেন।
তবে আদালত মনে করেছে, আসল কারণ ছিল ইসরায়েলপন্থি লবিস্টদের চাপ। বিচারপতি ড্যারিল রাঙ্গিয়া রায়ে বলেন—
“একটি লবি গ্রুপকে খুশি করতে এবিসি তার কর্মীর অধিকার বিসর্জন দিয়েছে এবং জনসাধারণকে মারাত্মকভাবে হতাশ করেছে।”
লাতুফের বরখাস্তের ঘটনায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল। এবিসির স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এর আগে লাতুফকে ইতোমধ্যে ৭০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
ঘটনার পেছনে ছিল একটি হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) পোস্ট—যেখানে অভিযোগ করা হয়েছিল, ইসরায়েল যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহার ব্যবহার করছে। লাতুফ সেই পোস্ট শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে সরিয়ে দেয় এবিসি।
লাতুফ বহু বছর ধরে অস্ট্রেলিয়ান মিডিয়ায় কাজ করছেন এবং বর্ণবাদ, মিডিয়া বৈষম্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সোচ্চার একজন কর্মী হিসেবেও পরিচিত।
Leave a Reply