‘স্পাইডার-ম্যান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড শুটিং চলাকালে গুরুতরভাবে আহত হয়েছেন। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির সেটে স্টান্ট করার সময় তিনি মাথায় আঘাত পান। ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে, যেখানে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আসন্ন সিনেমার শুটিং চলছিল। দুর্ঘটনার পরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
রোলিং স্টোন জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টম হল্যান্ড আপাতত শুটিং থেকে বিরতি নেবেন। তবে কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে সেটে ফেরার আশা করা হচ্ছে। যদিও তার আঘাতের প্রকৃত কারণ এখনো প্রকাশ করা হয়নি, তবে নির্মাতারা নিশ্চিত করেছেন যে অন্য কোনো কাস্ট বা ক্রু সদস্য আহত হননি এবং ছবির শুটিং সময়সূচি অনুযায়ীই এগোবে।
উল্লেখ্য, টম হল্যান্ডের চতুর্থ স্পাইডার-ম্যান সিনেমা ২০২৬ সালের জুলাইয়ে মুক্তি পাবে।
Leave a Reply