গাজার উপকূলীয় সড়কজুড়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জোরপূর্বক গাজা সিটি থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো দক্ষিণাঞ্চলে পালিয়ে যাচ্ছে, যেখানে না আছে নিরাপত্তা, না আছে কোনো মানবিক অবকাঠামো।
ফিলিস্তিনি চিকিৎসা সূত্র জানায়, ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ১২ জন।
এমন পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে আন্তর্জাতিক সমর্থন বাড়ছে। ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছে। বৈঠকে কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়া আসতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, একদিন আগেই কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল যুক্তরাজ্যের সঙ্গে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ২৮৩ জন নিহত এবং ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মরদেহ চাপা পড়ে আছে। অন্যদিকে, গত বছরের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত ইসরায়েল হামলা,হয়েছিলেন এবং প্রায় ২০০ জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply