যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দেয় তাহলে “খারাপ কিছু ঘটবে” — এক সতর্কবার্তা তিনি নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে ও সাংবাদিকদের কাছে দিয়েছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ঘাঁটিটি ফিরে পেতে চাইছে এবং তিনি সেটি দ্রুত ফেরত চাচ্ছেন; যা না হলে তিনি কী করবেন তা “সবাই দেখতে পাবে”– এমন ধরনের সতর্ক সংকেত দেন। এই অবস্থানকে কৌশলগত হিসেবে উপস্থাপন করে তিনি ঘাঁটিটির কাছাকাছি জায়গায় চীনের কিছু পরমাণু সুবিধা আছে বলে তর্ক করেছেন। সিএনএন ও অন্যান্য রিপোর্টগুলো বলেছে যে প্রেসিডেন্টের প্রশাসন মার্চ থেকেই বাগরাম ফেরত পেতে কার্যক্রম চালাচ্ছে এবং গত কয়েক মাস ধরে প্রশাসনিক ও নিরাপত্তা সূত্রদের ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু ট্রাম্প স্পষ্টভাবে কোনো সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত বলেননি—তবে সম্ভাব্য সামরিক অপশন পুরোপুরি উড়িয়ে দেয়া হয়নি। তালেবান সরকার প্রধানত বাগরাম ঘাঁটি ফেরত দেবার অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং তাদের অবস্থান হচ্ছে—আফগান ভূখণ্ডে পুনরায় কোনো বিদেশি সামরিক উপস্থিতি কখনোই মেনে নেয়া হবে না। কাবুলের আফগান কর্মকর্তারা বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি চায় আলোচনা তারা রাজি, কিন্তু এর মানে হবে না ঘাঁটিটি হস্তান্তর করা হবে। পটভূমি: ২০০১ সালে ১১ সেপ্টেম্বরের আঘাতের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে উপস্থিত হয় এবং বাগরামকে একটি বড় সামরিক ঘাঁটিতে রূপ দেয়; ২০২১ সালে যুক্তরাষ্ট্রের দ্রুত প্রত্যাহারের পর তালেবান দখলে ওই ঘাঁটি পড়ে। বর্তমানে অঞ্চলটির কৌশলগত অবস্থান ও ভূ-রাজনৈতিক তাৎপর্যের কারণে এই ঘাঁটির নিয়ন্ত্রণকে গুরুত্ব দেয়া হচ্ছে।
সূত্র ওয়াশিংটন পোস্ট
Leave a Reply