আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। লিগ পদ্ধতির এই ধাপে প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। ম্যাচ শুরুর আগে শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ভেল্লালাগের প্রয়াত বাবার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনকে বিশ্রাম দিয়ে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম ও শেখ মেহেদী।
গ্রুপ পর্বে ওঠানামার লড়াই শেষে বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে। শুরুটা ভালো হলেও শ্রীলঙ্কার কাছে হারের পর আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৮ রানের জয় এনে দেয় টাইগারদের। পরে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে বাংলাদেশর সুপার ফোরে উত্তরণ।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৪টি টি-টোয়েন্টি, যেখানে জিতেছে ২টিতে।
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমান্থা চামিরা, নুয়ান থুসারা।