শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। আর প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে এই হাইভোল্টেজ লড়াই।
গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে ৬ উইকেটে হেরেছিল টাইগাররা। তবে এবারের চ্যালেঞ্জে সেই অতীত ভুলে জয় নিয়েই ভাবছে লাল–সবুজ শিবির। দলের পেস বোলিং কোচ শন টেইট জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়ের ফলে সুপার ফোরে উঠলেও এখন আর ভাগ্যের ওপর নির্ভর নয়, বরং দায়িত্ব নিজেদের কাঁধেই নিতে হবে।
শন টেইট বলেন, “শ্রীলঙ্কা আমাদের চেনা প্রতিপক্ষ। শেষ ম্যাচ ভুলে গিয়ে জেতার জন্য খেলব। একাদশে পরিবর্তনের সম্ভাবনাও আছে।”
অন্যদিকে, লঙ্কান শিবিরও আত্মবিশ্বাসী। ব্যাটিং কোচ থিলান কানদাম্বি বলেন, “বাংলাদেশের সঙ্গে আমরা প্রায়ই খেলি। গত কয়েক মাসে ৪–৫ বার মুখোমুখি হয়েছি। তাই ওদের শক্তি–দুর্বলতা আমরা ভালোভাবেই জানি। ছেলেরা ভালো করবে।”
চেনা প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করতে মরিয়া দুই দলই।
Leave a Reply