সরকার পতনের পর টানা ১০ দিন গোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রকাশ্যে এসেই তিনি আন্দোলনে নিহত বিক্ষোভকারীদের মৃত্যুকে ঘিরে এক বিস্ফোরক দাবি করেছেন।
ওলি বলেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ নয়, বরং ‘অনুপ্রবেশকারীরা’। তার দাবি, পুলিশের কাছে এমন স্বয়ংক্রিয় অস্ত্র নেই, যা দিয়ে গুলি চালানো হয়েছিল।
চলতি মাসের শুরুর দিকে নেপালে নজিরবিহীন দুর্নীতি, বেকারত্ব ও অনিয়মের প্রতিবাদে জেন-জি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিলে আন্দোলন সহিংস রূপ নেয়। গত ৮ সেপ্টেম্বর রাজপথে নামা বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে ১৯ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন।
এরপর বিক্ষোভের চাপেই ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন ওলি। সেনা নিরাপত্তায় কয়েকদিন গোপন আশ্রয়ে থাকার পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াডটকম জানায়, পালিয়ে যাওয়ার ১০ দিন পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসে ওলি দাবি করেন, তার সরকার কখনোই সশস্ত্র বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেয়নি। বরং আন্দোলনে অনুপ্রবেশ ঘটিয়ে ষড়যন্ত্রকারীরা সহিংসতা ছড়িয়েছে এবং নিরীহ যুবকদের হত্যা করেছে।
তিনি আরও অভিযোগ করেন, তার পদত্যাগের পর সরকারি ভবনে আগুন দেওয়ার ঘটনাও প্রমাণ করে যে, বিক্ষোভে বাইরের শক্তির সংশ্লিষ্টতা ছিল।
Leave a Reply