জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। তবে অনেকটা চুপিসারেই সেরেছেন বাগদান। সামাজিক যোগাযোগমাধ্যমে আংটি বদলের ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন তিনি নিজেই।
জুলাই অভ্যুত্থান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়কের বাগদান নিয়ে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়—কবে অনুষ্ঠান হয়েছে, পাত্রী কে এবং কোথায় বাড়ি।
দলীয় সূত্রে জানা গেছে, হান্নান মাসউদের পাত্রী শ্যামলী সুলতানা জেদনী। তিনি লক্ষীপুরের মেয়ে এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) ও মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।
এরপর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হান্নান মাসউদ সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন, এসময় পবিত্র ওমরা পালনের পাশাপাশি দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন বলে জানা গেছে।
Leave a Reply