নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় তরুণদের নেতৃত্বে গণবিক্ষোভের ফলে সরকার পতনের পর ভারতের বিজেপি সরকারও সতর্ক হয়ে নতুন পদক্ষেপ নিয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন, ১৯৭৪ সালের পর ভারতে ঘটে যাওয়া সব বড় আন্দোলনের কারণ, অর্থায়ন ও ফলাফল বিশ্লেষণ করতে।
প্রতিবেদনের জন্য পুলিশের গবেষণা ও উন্নয়ন ব্যুরো (BPR&D) দায়িত্ব পেয়েছে। তারা রাজ্য পুলিশের CID রিপোর্ট এবং পুরনো মামলার নথি যাচাই করে ভবিষ্যতের জন্য মানসম্মত সুষ্ঠু প্রক্রিয়া (SOP) তৈরি করবে। ধর্মীয় সমাবেশে ভিড় নিয়ন্ত্রণ, পদদলন ঠেকানো এবং পাঞ্জাবে উগ্রবাদ দমনে বিশেষ দল গঠন করা হবে। প্রয়োজনে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) এবং জাতীয় তদন্ত সংস্থা (NIA) মাঠে নামানো হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিবেশী দেশগুলোর এই অস্থিরতা থেকে শিক্ষা নিয়ে ভারত সরকারের পদক্ষেপ ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
Leave a Reply