আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (PR) ভোট পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামী: বিকেল ৪:৩০ মিনিটে বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে সমাবেশ শেষে মিছিল (পুরানা পল্টন–প্রেসক্লাব–শাহবাগ রুটে যেতে পারে)।
ইসলামী আন্দোলন: জোহর নামাজের পর বায়তুল মোকাররম উত্তরের প্রাঙ্গণ থেকে মিছিল, নেতৃত্বে জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বাংলাদেশ খেলাফত মজলিস: আসরের নামাজের পর বায়তুল মোকাররম উত্তর ফটকে মিছিল, নেতৃত্বে আমির মাওলানা মামুনুল হক।
খেলাফত মজলিস: বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ, প্রধান অতিথি মহাসচিব আহমদ আবদুল কাদের।
বাংলাদেশ খেলাফত আন্দোলন: বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ।
নেজামে ইসলাম পার্টি: বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা): বিকেল ৪:৩০ মিনিটে বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ।
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও তার ভিত্তিতে জাতীয় নির্বাচন।
জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক (PR) ভোট পদ্ধতি চালু।
অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
বিগত সরকারের দুর্নীতি, জুলুম ও গণহত্যার বিচার।
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
Leave a Reply