ফিলিস্তিনের গাজা ও কাতারে ইসরাইলি হামলার কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ইসলামি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। কাতারে আসন্ন জরুরি আরব-ইসলামিক সম্মেলনের আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দোহায় ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন এবং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
গত মঙ্গলবার দোহায় ইসরাইলি হামলায় হামাসের পাঁচ নেতা ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এ প্রসঙ্গে আল-সুদানি বলেন, “মুসলিম দেশগুলো আত্মরক্ষার জন্য একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারে না—এমন কোনো কারণ নেই।” তিনি আরব ও ইসলামি দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
কাতার সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী জরুরি আরব-ইসলামিক সম্মেলন আয়োজন করছে। এ সম্মেলনে দোহায় ইসরাইলি হামলার প্রতিক্রিয়া এবং দীর্ঘদিন আলোচনায় থাকা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার প্রস্তাব গুরুত্ব পাবে। প্রায় এক দশক আগে মিশর এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিল, তবে তা বাস্তবায়িত হয়নি।
ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরাইলি আগ্রাসন শুধু কাতারেই থেমে থাকবে না। তিনি প্রায় দুই বছর ধরে গাজায় চলমান হত্যাযজ্ঞের কথাও উল্লেখ করে বলেন, ইসলামি বিশ্বের কাছে ইসরাইলকে ঠেকানোর জন্য নানা ধরনের উপায় রয়েছে।
দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলার পর যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তবে এ ঘটনা সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইসরাইলের সম্পর্কেও টানাপোড়েন তৈরি করেছে। ২০২০ সালে ইউএই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল।
Leave a Reply