এক দশকেরও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। তবে এসিসি ও আইসিসি আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিতই দেখা হয়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সেই ধারাবাহিকতায় রবিবার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্ক আবারও টানাপোড়েনে পড়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচ বয়কটের দাবি উঠলেও শেষ পর্যন্ত খেলতে নামছে ভারত ও পাকিস্তান। স্বাভাবিকভাবেই ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দারুণ সূচনা করেছে দুই দলই।
ভারত: সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দেয়ার পর অভিষেক শর্মা ও শুভমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে ৪.৩ ওভারেই জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল।
পাকিস্তান: প্রথম ম্যাচে ওমানকে ৯৩ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে সালমান আঘার নেতৃত্বাধীন দল।
ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তান: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আঘা (অধিনায়ক), হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
ম্যাচ ঘিরে উভয় শিবিরেই আত্মবিশ্বাস তুঙ্গে। দুই দলেরই লক্ষ্য শুধু জয়, আর দর্শকদের জন্য অপেক্ষা রোমাঞ্চকর ক্রিকেটীয় লড়াই।
Leave a Reply