সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আরও একবার পিছিয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত প্রতিবেদন দাখিল না হওয়ায় নতুন তারিখ ৩০ নভেম্বর ধার্য করেছেন। এ পর্যন্ত এই প্রতিবেদনের জমাদান ১২১ বার পেছানো হয়েছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নৃশংসভাবে নিহত হন। নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিকভাবে মামলার তদন্তভার ছিল ওই থানার এক এসআইয়ের কাছে। চার দিন পর তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-র কাছে হস্তান্তর করা হয়। দুই মাস তদন্ত করেও রহস্য উদ্ঘাটন সম্ভব হয়নি। পরে হাইকোর্টের নির্দেশে র্যাবের কাছে তদন্তভার হস্তান্তর করা হয়।
Leave a Reply