মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় হামলা চালাতে লোহিত সাগরে মোতায়েন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইল, যা সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করে লক্ষ্যভেদ করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, দোহায় অবস্থানরত হামাস নেতাদের টার্গেট করতে ইসরাইলি বিমানবাহিনীর আটটি এফ-১৫ ও চারটি এফ-৩৫ যুদ্ধবিমান অভিযানে অংশ নেয়। তবে আশপাশের কোনো আরব দেশের আকাশসীমায় সরাসরি প্রবেশ করেনি তারা।
ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখা এক সাংবাদিক জানিয়েছেন, দোহায় টার্গেট করা ভবনের মধ্যবর্তী তলা ও নিচতলার ডান পাশ প্রায় ধ্বংস হয়ে গেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে মার্কিন কর্মকর্তারা জানান, ইসরাইল দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আকাশসীমার ওপর দিয়ে তা মহাকাশে পাঠায় এবং সেটি দোহায় গিয়ে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের মহাকাশ-ভিত্তিক সেন্সর ক্ষেপণাস্ত্রের তাপ ও গতিপথ শনাক্ত করে নিশ্চিত করেছে যে এর লক্ষ্য ছিল দোহা। সৌদির আকাশসীমা সরাসরি লঙ্ঘন এড়াতেই এই কৌশল নিয়েছিল ইসরাইল।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় হামাসের একটি অফিস ভবনে এই হামলা চালানো হয়। এতে ছয়জন নিহত হন—তাদের মধ্যে ছিলেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।
সৌদি আরব এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরাইলের অপরাধমূলক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানদণ্ডের চরম লঙ্ঘন।” তবে ইসরাইল সৌদি আকাশসীমা ব্যবহার করেছে—এই বিষয়ে রিয়াদ সরাসরি কিছু বলেনি।
Leave a Reply