জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দলীয় রাজনৈতিক চর্চা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনেট ভবনে ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“আমরা এর আগে দেখেছি দলীয় রাজনৈতিক চর্চা শিক্ষার্থীদের একাডেমিক জীবনকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়তে আমরা সর্বাত্মকভাবে কাজ করবো।”
জিতু আরও বলেন,
“আমাদের যৌক্তিক অধিকার থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। ৫ আগস্টের পর শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল সে অধিকার ফেরত পাওয়ার জন্য। আজ জাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণার মাধ্যমে আমরা সেই অধিকার ফিরে পেয়েছি। শিক্ষার্থীরা ৩৩ বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল, সেটি ফিরিয়ে আনা হয়েছে।”
নির্বাচন পরবর্তী পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, “বিভিন্ন প্যানেল থেকে প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। এমনকি ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীও সর্বোচ্চ পদে জয় পেয়েছেন। তবে আমার প্রথম কাজ হবে সবাইকে নিয়ে দল-মত নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।”
ইশতেহার বাস্তবায়ন নিয়ে জিতু বলেন, “আমরা শিক্ষার্থীদের এমন কোনো প্রতিশ্রুতি দিইনি যা বাস্তবায়ন অসম্ভব। শিক্ষার্থীদের চাহিদাই আমাদের ইশতেহার। সেই দাবিগুলো বাস্তবায়নই হবে আমাদের প্রথম কাজ।”
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হন আব্দুর রশিদ জিতু। অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হন।
Leave a Reply