এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ। ২২ গজের সীমাবদ্ধ লড়াই ছাড়িয়ে এটি রূপ নিয়েছে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনায় ভরপুর এক ‘সুপার ক্ল্যাসিকো’তে।
ভারতের বিভিন্ন মহল থেকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দেয়া হচ্ছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অনেক ভারতীয়ও টিকিট কিনতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য ম্যাচে গ্যালারিতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন আয়োজকরা।
দুবাইকে ‘সেকেন্ড হোম’ বলা হয় টিম ইন্ডিয়ার জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও এশিয়া কাপে তাদের ঘাঁটি এই শহরেই। বুর্জ খলিফার সামনে ভারতীয় ক্রিকেটাররা অবসর সময় উপভোগ করলেও ম্যাচের উত্তেজনা এখন আকাশছোঁয়া। অনেকে মনে করছেন, আসন্ন এই ম্যাচ সাম্প্রতিক সময়ের সব ভারত-পাকিস্তান লড়াইকে ছাড়িয়ে যাবে।
পেহেলগাম ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল ভারত। যদিও এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে এমন কিছু হওয়ার সম্ভাবনা কম। তবুও সাবেক অনেক ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে অবস্থান নিয়েছেন। সর্বশেষ হরভজন সিং প্রকাশ্যে এমন মত দিয়েছেন।
Leave a Reply