জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ভূমিধস জয় পেয়েছে। সহ-সভাপতি ব্যতীত অধিকাংশ পদে তারা বিজয়ী হয়েছেন। শনিবার বিকেলে সিনেট ভবনে ঘোষণা করা ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদকসহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে শিবিরপন্থী প্রার্থীরাই জয় লাভ করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট একতরফা বিজয় অর্জন করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি ছাড়া প্রায় সবগুলো পদেই জয় পেয়েছেন শিবিরপন্থী প্রার্থীরা।
সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, যিনি ৩ হাজার ৩৩৪ ভোট পান। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের মো. মাজহারুল ইসলাম, তিনি পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক, এজিএস (পুরুষ ও নারী), শিক্ষা ও গবেষণা, পরিবেশ ও প্রকৃতি, সাহিত্য ও প্রকাশনা, সহ-সাংস্কৃতিক, নাট্য, ক্রীড়া, তথ্য প্রযুক্তি, সমাজসেবা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা, পরিবহন ও যোগাযোগ সম্পাদকসহ বেশিরভাগ পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা।
কার্যকরী সদস্যের ৬টি আসনের মধ্যে ৫টিতেই জয় পেয়েছে শিবিরপন্থীরা।
এই ফলাফলের মাধ্যমে ডাকসুর মতো জাকসুতেও শিবির সমর্থিত শিক্ষার্থী জোটের শক্ত অবস্থান স্পষ্ট হয়েছে।