জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ২০টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য জানান।
তিনি বলেন, হাতে গণনা করায় সময় বেশি লাগছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, সন্ধ্যা ৭টার দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
ভোট গণনায় ধীরগতির কারণে ক্যাম্পাসজুড়ে অপেক্ষার প্রহর বাড়ছে। সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীরা ফলাফলের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। সিনেট ভবন ও বটতলায় অনেক শিক্ষার্থী রাত কাটিয়ে দিয়েছেন কেবল ফলাফলের অপেক্ষায়।
এবার জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৪৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী।
Leave a Reply