ইসরাইলের রাজধানী তেল আবিবে ক্লাস্টার বোমা বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, গোষ্ঠীটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ‘প্যালেস্টাইন–২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত ইয়াফার সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার বোমার ওয়ারহেড ছিল বলেও দাবি করেছে তারা।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ভোররাত ৩টা ৪৫ মিনিটের দিকে তেল আবিবসহ মধ্য ইসরাইলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। পরবর্তীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়।
তবে ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার ওয়ারহেড ছিল কিনা—সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি আইডিএফ। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুতিরা ইসরাইল লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকটিতে ক্লাস্টার বোমার ওয়ারহেড থাকার দাবি করেছে তারা।
Leave a Reply