গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া একটি জাতিসংঘ পরিচালিত স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একইসঙ্গে একটি বহুতল আবাসিক ভবনকেও লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়, যা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এদিকে, দোহায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি।
জাতিসংঘ সাধারণ পরিষদ বিপুল ভোটে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করেছে। ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, বিরোধিতা করেছে মাত্র ১০টি।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে গাজা সিটি ও উত্তরাঞ্চলে অন্তত ১৩ লাখেরও বেশি ফিলিস্তিনি, যার মধ্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার শিশু রয়েছে, যারা অব্যাহত ইসরায়েলি বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদের মধ্যেও সেখানেই অবস্থান করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৭৫৬ জন নিহত এবং ১ লাখ ৬৪ হাজারের বেশি আহত হয়েছেন। হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১,১৩৯ জন, এবং প্রায় ২০০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply