বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সন্তুষ্টি নিয়ে করা এক জরিপে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, দেশের মাত্র আড়াই শতাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে সফল হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যত: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই জরিপের ফলাফল প্রকাশ করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (BEI)।
জরিপে অংশ নেওয়া ১২ জেলার মানুষের মধ্যে ৫৪ শতাংশ মনে করেন, অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে মাঝামাঝি অবস্থানে রয়েছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিয়ে জনমতের বিশ্লেষণে উঠে আসে গুরুত্বপূর্ণ কিছু বিষয়—
৯৬ শতাংশ মানুষ চান রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।
৯৪ শতাংশ মানুষ চান রাজনৈতিক দলে অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হোক।
১৯ শতাংশ মানুষ সংস্কারকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।
২৪ শতাংশ মানুষ নির্বাচনকে প্রাধান্য দিয়েছেন।
এছাড়া, আগামী জাতীয় নির্বাচনে ব্যালটে ‘না ভোট’ দেওয়ার সুযোগ চান ৭৮ শতাংশ মানুষ।
Leave a Reply