জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় অতিরিক্ত লোকবল নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান। তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ভোট গণনা বন্ধ হয়নি, সহকর্মীর মৃত্যুর কারণে সাময়িক বিরতি দেওয়া হয়েছিল। বর্তমানে লোকবল বৃদ্ধি করে গণনার গতি বাড়ানোর চেষ্টা চলছে এবং আজ রাতের মধ্যেই ফলাফল প্রকাশের আশা করা হচ্ছে।
৩৪ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট গণনা ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে গণনা শুরু হলেও শুক্রবার রাত পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। প্রক্টর জাকির আহমেদ জানিয়েছেন, ওএমআর পদ্ধতি বাতিল হওয়ায় ম্যানুয়ালি গণনা করা হচ্ছে, যা বেশি সময় নিচ্ছে।
এদিকে, ফলাফল ঘিরে ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় এক হাজার সদস্য মোতায়েন রয়েছে। মোট ১১ হাজার ৮৪৩ ভোটারের মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে নানা অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বয়কট করেছে।
Leave a Reply