1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

ভারত-চীনের ওপর ১০০% শুল্ক আরোপে ইউরোপকে চাপ দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) প্রস্তাব দিয়েছেন, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ভারত ও চীনের আমদানির ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে হবে।

ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের এক বৈঠকে ফোনে যুক্ত হয়ে ট্রাম্প এ প্রস্তাব দেন। বৈঠকে মূলত রাশিয়ার যুদ্ধের অর্থায়ন বন্ধের উপায় নিয়ে আলোচনা হচ্ছিল।

এক মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প স্পষ্ট বলেছেন

“সবচেয়ে কার্যকর উপায় হলো ভারত-চীনের ওপর বড় অঙ্কের শুল্ক বসানো এবং তা বহাল রাখা, যতক্ষণ না চীন রাশিয়ার তেল কেনা বন্ধ করে।”

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০% এবং চীনা পণ্যের ওপর ৩০% শুল্ক আদায় করছে। ট্রাম্প প্রশাসন মনে করছে, ইইউ একই পথে হাঁটলে শুল্ক কয়েক গুণ বেড়ে যাবে।

ওয়াশিংটনের অভিযোগ,

  • ভারত ও চীন রাশিয়ার কাছ থেকে তেল কিনে মস্কোর অর্থনীতিকে শক্তিশালী করছে।

  • এই মুনাফাই ভ্লাদিমির পুতিনের সরকার ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে।

আরও পড়ুন:  ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা: যুক্তরাষ্ট্রে নিন্দার ঝড়

ফলস্বরূপ, রাশিয়াকে যুদ্ধ থেকে ফিরিয়ে আনতে হলে তাদের দুই প্রধান ক্রেতা—ভারত ও চীন—এর ওপর চাপ সৃষ্টি ছাড়া উপায় নেই বলে মনে করছে ট্রাম্প প্রশাসন।

  • চলতি বছরের এপ্রিলে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়ান, তবে মে মাসে বাজারে ধাক্কা লাগায় কিছুটা শিথিল করেন।

  • ভারতের ক্ষেত্রে রাশিয়ার তেল কেনার জন্য অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে।

  • দিন দুয়েক আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া ও তার তেল ক্রেতাদের ওপর বাড়তি নিষেধাজ্ঞা চাপানো হলে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতি ভেঙে পড়তে পারে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন যে, চাইলে কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি। বরং নতুন করে ভারত-চীনের ওপর শুল্ক-হামলার হুমকি দিয়ে তিনি ইউরোপকেও এ পথে টেনে আনতে চাইছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss