বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় তার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সারাহ কুক জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। তার সঙ্গে ছিলেন হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ড। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
মতবিনিময়ের সময় তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আসন্ন নির্বাচন, মানবাধিকার ইস্যু, সংখ্যালঘুদের অবস্থা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, মূলত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply