ভোলার বোরহানউদ্দিনে অনৈতিক কাজের অভিযোগে এক নারীকে প্রকাশ্যে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির হোসেন (৪৮), মো. রশিদ ওরফে মিঠাই রশিদ (৫৮), মেহেদী হাসান (২১), মো. ইসমাইল (২৫) ও মো. সিরাজ (২৮)।
প্রসঙ্গত, গত রোববার সকাল ৯টার দিকে বড় মানিকা ইউনিয়নে এক নারীকে পরকীয়ার অভিযোগে প্রকাশ্যে হেনস্তা করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী বাদী হয়ে নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply