ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তেল খরচের নামে কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের সুপারিশ করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ড্রাইভার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর্যন্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুদকের অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে গত মে থেকে জুন পর্যন্ত টানা ৪০ দিন নগর ভবন বন্ধ থাকলেও ওই সময়ে প্রতি মাসের মতো প্রায় ৫ কোটি টাকা জ্বালানি খাতে ব্যয়ের হিসাব দেখানো হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল নগর ভবনে অভিযান চালায়। প্রায় চার ঘণ্টা দীর্ঘ এ অভিযানে বিপুল পরিমাণ নথিপত্র জব্দ করা হয় এবং গাড়িচালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সূত্র জানিয়েছে, জব্দ করা নথি ও জিজ্ঞাসাবাদে গাড়ির জ্বালানি বিল সংক্রান্ত অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে। তদন্তে দেখা যাচ্ছে, গাড়িচালক থেকে শুরু করে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই দুর্নীতির সঙ্গে জড়িত।
Leave a Reply