সাবেক এক রাষ্ট্রপতির কর্মকাণ্ডে হাওর এলাকার অবস্থা বিপর্যস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি উপদেষ্টা বলেন,
“সড়ক ও রেল খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা চেয়ারের দোষ নয়, বরং যে ব্যক্তি ওই চেয়ারে বসেছেন তার দায়। সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকায় সড়ক নির্মাণ করে ওই এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন।”
তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পর তিনটি মন্ত্রণালয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল ও ব্যয় কমিয়ে প্রায় ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।
এলএনজি আমদানির খরচ প্রসঙ্গে তিনি বলেন, “আগে ১৪ ডলারে এলএনজি আমদানি করা হতো, এখন বাজার উন্মুক্ত করে দেওয়ায় খরচ নেমে এসেছে ১১ ডলারে।”
তবে তিনি স্বীকার করেন, জনগণের যে প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের কাছে, তা এখনো পূরণ করা সম্ভব হয়নি।
Leave a Reply