প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দৃঢ়ভাবে জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে, পৃথিবীর কোনো শক্তিই এই নির্বাচন ঠেকাতে পারবে না। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় হওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আগাম নিরাপত্তা জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “পরাজিত শক্তি এখন বেপরোয়া হয়ে পড়েছে। তারা সার্বিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে মাঠে নামছে, যা নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।” এজন্য বৈঠকে নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply