বয়স ৩৮ ছাড়িয়ে গেলেও ব্যাট হাতে এখনও বিধ্বংসী পোলার্ড। বাংলাদেশ সময় রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ১৭ বলে ফিফটি ছুঁয়ে ১৮ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেললেন ত্রিনবাগো নাইট রাইডার্সের এই তারকা অলরাউন্ডার। তবুও তার দল ৫ উইকেটে ১৬৭ রান করার পরও জয় পায়নি, শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করে ইমরান তাহিরের নেতৃত্বাধীন গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
১৬তম ওভারে ক্রিজে গিয়ে পোলার্ড শুরু করেন ঝড়। বাকি ২৭ বলে ৭২ রান যোগ করে দলের ইনিংসকে ১৬৭ রানে শেষ করেন। তিনি মারেন ৫টি চার ও ৫টি ছক্কা, যা তার চলতি সিপিএল লিগে তৃতীয় ফিফটি। এর আগের ম্যাচে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ২৯ বলে ৬৫ রান করেছিলেন, আর সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে একই রকম ইনিংস খেলেছেন।
৩৮তম জন্মদিনের পর থেকে পোলার্ড যেন নতুন করে আরও বিধ্বংসী রূপে হাজির হয়েছেন। মে মাসের পর খেলা ২০ ইনিংসে ৫ ফিফটি এবং ৫০.৬৬ গড়ে ৬০৮ রান, স্ট্রাইক রেট ১৭৯.৮৮, যা তার ক্যারিয়ারের গড় ও স্ট্রাইক রেটের থেকেও বেশি।
তরুণ শাই হোপ ৪৬ বলে ৫৩, শিমরন হেটমায়ার ৩০ বলে ৪৯, এবং ডোয়াইন প্রিটোরিয়াস ১৪ বলে ২৬ রান করলেও ত্রিনবাগো শেষ ওভারে গিয়ে ৩ উইকেটের জয় হারায় গায়ানার কাছে।
সিপিএলে ১৩ মৌসুমে পোলার্ডের এই দ্রুততম ফিফটি। আগেরটি হয়েছিল গত বছর সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ১৯ বলে, তবে সিপিএলে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেন আন্দ্রে রাসেল, ২০২১ সালে ১৪ বলেই।