আদালতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আদালত ন্যায় ও ইনসাফের জায়গা, সেখানে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্ল্যাহ পিয়াসের আদালতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানির সময় আইনজীবীদের হামলায় সময় টিভির প্রতিবেদক আসিফ হোসাইন সিয়াম আহত হন।
এ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ বলেন, আদালতে বারবার আইনজীবীদের চাপ প্রয়োগ ও অনাকাঙ্ক্ষিত ঘটনার উদাহরণ দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া মব ভায়োলেন্স প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিকে মব বলা যাবে না। তবে মরদেহ পোড়ানোর মতো কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। কাকরাইলের ঘটনায় জাতীয় পার্টির প্রথম হামলাকে তিনি রাজনৈতিক দিক থেকে বোকামি আখ্যা দেন।
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ বলেন, যারা আগে ডিসেম্বরের নির্বাচন চাইছিল তারাই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “সংস্কার, বিচার ও গণতন্ত্র নিয়েই আমরা কাজ করছি। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে।”
অরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্বজনপ্রীতি বা ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। “আমরা দলীয়করণ না করে স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি দিচ্ছি। যারা নিয়োগ পেয়েছেন তারা কেবল কোনো দলের নয়, বরং দেশের সম্পদ,” মন্তব্য করেন উপদেষ্টা আসিফ।
Leave a Reply